প্রশাসনিক ব্যর্থতা ও স্বৈরতন্ত্র
স্বৈরতন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের সমাজের সর্বস্তরে প্রশাসনিক ব্যর্থতা আজ গোটা দেশে এক আলোচ্য বিষয়বস্ত। মুখ্যমন্ত্রী ও তার পারিষদ বর্গের স্বৈরতান্ত্রিক ঔদ্ধত্য আজ আবার সেই তুঘলকি আমল কে স্মরণ করায়। করোনা মোকাবিলায় সম্পূর্ণ ভাবে ব্যর্থতার পাশাপাশি নির্লজ্জ ভাবে গরীব অভুক্ত মানুষের জন্য বরাদ্দ চাল চুরি করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের প্রশাসনিক ব্যর্থতার এক জ্বলন্ত উদাহরণ।
অমানবিক রাজ্য সরকার
- Basirhat-24PGS(N)
পশ্চিমবঙ্গ সরকারের প্রকৃত স্বরূপ
- Kolkata
পূতিগন্ধময় হাসপাতাল ও নৈরাজ্যের প্রশাসন।
- Kolkata
মমতা বিহীন মমতা সরকার
- Howrah
তুঘলকি পশ্চিমবঙ্গ সরকার
- Kolkata
লকডাউনের নামে চলছে প্রহসন
- Baruipur-24PGS(S)
অরাজকতার পীঠস্থান পশ্চিমবঙ্গ
- Mathurapur-24PGS(S)
প্রশাসনিক ব্যর্থতার এক জ্বলন্ত উদাহরণ।
- Domkal(Murshidabad)
তুঘলকি রাজ্য সরকার
- Kolkata
চিকিৎসার নামে হত্যা? কে নেবে জবাব ?
- Kolkata (Ward No-38)
আর কত ক্ষমতার দম্ভ দেখাবেন আপনি, মাননীয়া ? মানুষ কে মানুষ ভাবুন।
- Dantan, Paschim Medinipur Zela
কোয়ারেন্টাইন সেন্টারের বেহাল অবস্থা ।
- Moyna (Purba Medinipur)