মেদিনীপুর লোকসভা কেন্দ্র মূলত সাতটি বিধানসভার সমষ্টি। যার মধ্যে মেদিনীপুর, খড়গপুর সদর, খড়গপুর গ্রামীণ, নারায়ণগড়,কেশিয়াড়ি, এবং এগরা বিধানসভা গুলি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। একটি মাত্র বিধানসভা এগরা যেটি পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত। সাংসদ দিলীপ দা ইতিমধ্যেই প্রত্যেকটি বিধানসভা নির্বিশেষে মোট 3 কোটি 20 লক্ষ টাকা (3.20 Cr.) সংশ্লিষ্ট জেলা শাসকের হাতে তুলে দিয়েছেন। জেলার প্রতিটি বিধানসভায় “জনতার দরবার” চলাকালীন প্রাপ্ত পরামর্শের ভিত্তিতে তিনি এই অনুদান প্রদান করেন। সাংসদনিধি বণ্টনের ক্ষেত্রে মূলত যে বিষয়গুলি কে প্রাথমিকতা দেওয়া হয়েছে সেগুলি হল পানীয় জল, রাস্তাঘাট সংস্কার, বাজার সংস্কার, সৌর বাতি, বৃষ্টির জল কৃষিকর্মে ব্যবহারের প্রযুক্তি নির্মাণ প্রমুখ। আশা করা যায় অনতিবিলম্বে উক্ত প্রকল্প গুলি বাস্তবে রূপায়িত হবে।
এ ছাড়াও উল্লেখযোগ্য অনুদান বলতে দিলীপ দা সাংসদ তহবিল থেকে এক কোটি (1Cr.) টাকা করোনা মোকাবিলার জন্য “প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলে” অনুদান দিয়েছেন।